বাংলাদেশে অবৈধভাবে কর্মরত বিদেশিদের বিষয়ে ব্যবস্থা নিতে রিট

Posted on May 20, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী ১০ লাখ বিদেশির ১০ দশমিক ২ বিলিয়ন ডলার বিদেশে নেয়ার ঘটনার তদন্ত চেয়ে রিট করা হয়েছে। আজ সোমবার (২০ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনকারীদের পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন।

রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ২৯ অনুচ্ছেদ অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়েছে এবং অনুচ্ছেদ ১৯ অনুযায়ী বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার লাভের সাংবিধানিক অধিকার রয়েছে। গত দেড় দশকে বাংলাদেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। বেকারত্বের সমস্যা এমন চরম আকার ধারণ করেছে যে এ দেশে নাগরিক কর্মসংস্থান খুঁজতে গিয়ে বঙ্গোপসাগর থেকে ভূমধ্যসাগরে মৃত্যুবরণ করছে। অন্যদিকে, বাংলাদেশে গত দেড় দশকে বহু অবৈধ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কর্মক্ষেত্র দখল করে রেখেছে।

এতে আরও বলা হয়, বিভিন্ন পত্রিকার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ১০ লক্ষধিক অবৈধ বিদেশি শ্রমিক ও কর্মচারী বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত রয়েছে। ফলশ্রুতিতে এ দেশের নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে কর্মরত অবৈধ বিদেশি শ্রমিকরা ২০১৭ সাল থেকে প্রতিবছর গড়ে ১০.২ বিলিয়ন ডলারের বেশি সমপরিমাণ টাকা এ দেশ থেকে নিয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ, ২০২০ সালে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ১৮.৫ বিলিয়ন ডলার, অপরদিকে অবৈধ বিদেশিরা নিয়ে গেছে ১০.২ বিলিয়ন। অর্থাৎ, আমাদের বাংলাদেশের শ্রমিকদের কষ্টার্জিত রেমিট্যান্স অর্ধেকের বেশি অবৈধ বিদেশি কর্মচারীর মাধ্যমে বিদেশে চলে যাচ্ছে।

সূত্র নিউজ ২৪

রিট আবেদনে আরও বলা হয়েছে, অবৈধ হওয়ার কারণে তারা (বিদেশি) ট্যাক্স ও ভ্যাট প্রদান না করে, হুন্ডির মাধ্যমে টাকা নিয়ে যাচ্ছে। ফলে একদিকে বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়ছে, অন্যদিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার ও জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। অজানা কারণে সরকার এ সমস্ত অবৈধ শ্রমিক স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করছে না। এমতাবস্থায়, গতকাল রোববার (১৯ মে) বাংলাদেশি ৪ শিক্ষার্থী- মীর মুহতাসিম ইসলাম, নাওশীন নাওয়ার নুরজাহান, মুমতাহিনা আলম এবং মায়শা মুনাওয়ারা বাদী হয়ে রাষ্ট্রসহ যথাক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছাড়াও আইজিপি (পুলিশ) ও অতিরিক্ত আইজিপিকে বিবাদী করে দেশের সর্বোচ্চ আদালতে জনস্বার্থে একটি রিট পিটিশন ফাইল করেন। হাইকোর্ট ডিভিশন শিগগিরই এ রিটের ওপর শুনানি গ্রহণ করবেন।