সূচকের বড় পতনে লেনদেন শেষ

Posted on May 16, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ২০ কোটি ৯৬ লক্ষ ২২ হাজার ১৩৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৭৬ কোটি ৭৯ লক্ষ ৮৬ হাজার ৪৬৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৯.৯৮ পয়েন্ট কমে ৫৫১৭.৪২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.৮০ পয়েন্ট কমে ১৯৭৩.৯৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৮১ পয়েন্ট কমে ১২১২.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুড, ই-জেনারেশন, নাভানা ফার্মা, ফার ইস্ট নিটিং, ওরিয়ন ইনফিউশন, বীচ হ্যাচারী, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ ও গোল্ডেন সন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এমবিএল ফার্স্ট মি. ফা., ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বীচ হ্যাচারী, রিলায়েন্স১ মি. ফা., ফিনিক্স ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, ফার ইস্ট নিটিং, ইউনিলিভার ও মনোস্পুল পেপার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সোনালী পেপার, আরামিট লি., বীকন ফার্মা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এইচ.আর. টেক্সটাইল, জিকিউ বলপেন, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসী ফুটওয়্যার, ফেডারেল ইন্স্যুরেন্স ও দেশবন্ধু পলিমার।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০১৮২৪৫৬৮৮৪৭৮.০০।