গাংনীর আমিন মিস্টান্ন ভান্ডারের মালিককে ১ লাখ টাকা জরিমানা

Posted on May 16, 2024

সেলিম রেজা,মেহেরপুর প্রতিনিধি : নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযােগে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের মেসার্স আমিন মিস্টান্ন ভান্ডারের মালিক রাশিদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ মে), দুপুরের দিকে জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের একটিদল অভিযান চালিয়ে জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন, জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা গেছে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং অব্যবস্থাপনার অভিযোগে জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৯ ধারা অনুযায়ী মেসার্স আমিন মিস্টান্ন ভান্ডারের মালিক রাশিদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে ৫০ কেজি পঁচা মিষ্টি বিনষ্ট করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সেপেক্টর মশিউর রহমান ও জেলা পুলিশের একটি দল।