আল্লাহ গজব না দিলে দেশে দুর্ভিক্ষ হবে না: খাদ্যমন্ত্রী

Posted on January 25, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে দুর্ভিক্ষ হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আল্লাহ নিজের হাতে গজব না ফেলেন। সামনে বোরো আবাদ হচ্ছে, বোরোর আবাদও মানুষ পাগলের মতো করছে, ফলনও ভাল হবে। যেখানে ১৫-১৬ মণ হত, সেখানে এবার ২০-২৫ মণ হবে।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমনের আগে খরার সময় আমরা মনে করছিলাম দুর্ভিক্ষ হবে। আমন হবে না, ইত্যাদি ইত্যাদি। এবার আমনের বাম্পার ফলন হয়েছে। সংগ্রহ ভালো হচ্ছে। সরবরাহ ভালো আছে। এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুত (সরকারি খাদ্যশস্যের), এখন ১৯ লাখ ২৫ লাখ টন সরকারি মজুত। যা কোনোদিনই ছিল না। এখনো সংগ্রহ চলছে। আমরা মাসে এক লাখ টন করে ওএমএস দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি আগেও বলেছি। দেশে দুর্ভিক্ষ হবে না। হওয়ার কোনো চান্স নেই। যদি আল্লাহ নিজের হাতে গজব না ফেলে। সামনে বোরো, বোরোর আবাদও মানুষ পাগলের মতো করতেছেন।’

এবার সারাদেশেই সরিষা চাষ হয়েছে জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমার তো মনে হয়, এবার ৩০ শতাংশ ভোজ্যতেল সরিষা থেকেই পাবো।’মন্ত্রী বলেন, ‘চালের দাম যাদের জন্য অসহনীয় পর্যায়ে তাদের জন্য ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি, ভিজিডি, ভিজিএফ ইত্যাদি আছে। অতএব শঙ্কিত হওয়ার কারণ নেই। সবাই ভালো আছেন।’

তিনি বলেন, খাবার অপচয়টা যাতে রোধ হয়। একটি বিয়ে বাড়িতে দেখা যায়, প্রায় ১০ থেকে ১৫ শতাংশ খাবার নষ্ট হয়। এটা রোধ করতে হবে। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। পেট ঠান্ড, মাথা ঠান্ডা।

তিনি আরো বলেন, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা খাদ্য মন্ত্রণালয় ধান কিনি একটা কারণে, যাতে সিন্ডিকেট করে কৃষকদের না ঠকায়। আমাদের কাছে না আসুক, বাজারে বেশি মূল্য পাক, দ্যাটস এনাফ।

আরও পড়ুন:

প্রতিটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

মধুসূদন দত্তের সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি