সূচকের বড় পতন কমেছে লেনদেন

Posted on May 15, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১৫ কোটি ৯২ লক্ষ ২৬ হাজার ৯১৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫২৬ কোটি ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭০৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৫৮.২২ পয়েন্ট কমে ৫৫২৭.৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৪.১৪ পয়েন্ট কমে ১৯৭৭.৭৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১২.৮০ পয়েন্ট কমে ১২১২.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: আলিফ ইন্ডাস্ট্রিজ, ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, বেস্ট হোল্ডিংস, মালেক স্পিনিং, কোহিনূর কেমিক্যাল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স ও সী পার্ল বীচ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানিহলো: রিলায়েন্স১ মি. ফা., রিলায়েন্স ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, ইউনিলিভার, এল আর গ্লোবাল মি. ফা. ওয়ান, তশরিফা ইন্ডাস্ট্রিজ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, সিএপিএম বিডিবিএল মি. ফা. ওয়ান ও ওরিয়ন ইনফিউশন।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বে-লিজিং, আরামিট লি., সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, হামী ইন্ডাস্ট্রিজ, এসোসিয়েটেড অক্সিজেন, আইটিসি, মেঘনা কনডেন্সড মিল্ক, ফু-ওয়াং ফুড, কাশেম ইন্ডাস্ট্রিজ ও ইনটেক লি.।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০২৮০৮৭৪৫৫৮১২.০০।