কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) আস্তানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিপুল অস্ত্র, গোলা-বারুদ, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। এ সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকেও আটক করা হয়েছে।
বুধবার (১৫ মে) ভোররাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের পাশের পাহাড়ে এই অভিযান চালানো হয়।
এ তথ্য জানিয়েছেন র্যাব-১৫ এর গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আবু সালাম চৌধুরী।
এএসপি আবু সালাম চৌধুরী বলেন, ‘উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নতুন করে আস্তানা গড়ে তোলার গোপন সংবাদ পায় র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাত থেকে র্যাব-১৫ এর একাধিক টিম ঐ পাহাড়ে অভিযান শুরু করে। অভিযানে আরসা সন্ত্রাসীদের আস্তানা ঘেরাও করলে আরসার সন্ত্রাসীরা র্যাককে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আরসার সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি হয়। একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় আরসার দুই সন্ত্রাসীকে আটক করে র্যাব। তাদের আস্তানা থেকে বিপুল অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে।’
এএসপি মো. আবু সালাম চৌধুরী আরও বলেন, ‘র্যাব সদস্যরা পাহাড়ের বিভিন্ন স্থানে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কক্সবাজারে আরসার আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ২ https://corporatesangbad.com/84358/ |