কর্পোরেট ডেস্ক : বর্তমানে বিশ্বের তৃতীয় শীর্ষ ইস্পাত উৎপাদক দেশ জাপান। গত বছর দেশটিতে অপরিশোধিত ইস্পাতের উৎপাদন ৭.৪ শতাংশ কমেছে। গাড়ি উৎপাদন শ্লথ পুনরুদ্ধার ও দুর্বল রফতানি চাহিদার কারণে বিগলন প্রতিষ্ঠানগুলোয় উৎপাদন বাড়ায়নি। খবর বিজনেস রেকর্ডার।
জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশনের তথ্যমতে, ২০২২ সালে জাপানে ৮ কোটি ৯২ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। দুই বছরে প্রথমবারের মতো বার্ষিক উৎপাদন কমেছে।
দেশটির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোয় চিপ সংকটে বছরজুড়ে অব্যাহত উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়েছে। ফলে ধস নেমেছে ইস্পাতের চাহিদায়। বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইস্পাত উৎপাদনে বড় ধস নামে। এ সময় ২ কোটি ১৪ লাখ ২০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়, যা এর আগের প্রান্তিকের তুলনায় ১১.৫ শতাংশ কম।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
জাপানে ইস্পাত উৎপাদন কমেছে ৭.৪ শতাংশ https://corporatesangbad.com/8429/ |