দরপতনের শীর্ষে ইউনিয়ন ইন্সুরেন্স

Posted on May 14, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ৩৪৩টির দর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের।

আজ মঙ্গলবার (১৪ মে) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা বা ৯.৩২ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৩ শতাংশ।

আর ১ টাকা ৩০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্টাইলক্র‌্যাফ্টের ২.৯৯ শতাংশ, এইচআর টেক্সটাইলের ২.৯৮ শতাংশ, আমান ফিডের ২.৯৮ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ২.৯৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৯৮ শতাংশ, সোনালী পেপারের ২.৯৮ শতাংশ এবং নর্দান ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের ২.৯৮ শতাংশ দর কমেছে।