শ্রীমঙ্গলে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন: কৃষিমন্ত্রী

Posted on May 14, 2024

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো, আব্দুস শহীদ এমপি।

সোমবার (১৩ মে) শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তর এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিপক চন্দ্র মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ, রুশনি অটোরাইস মিলের ব্যবস্তাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ।

সরকারি খাদ্য গুদাম সুত্রের বরাতে জানায়, ধান-চাল সংগ্রহ অভিযান আগামি ৩১শে আগস্ট পর্যন্ত চলমান থাকবে। শ্রীমঙ্গল উপজেলায় ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা; ধান ১৪৫৪ মেট্রিক টন, আতপ চাল ৪৩ মেট্রিক টন, সিদ্ধ চাল ৩৫৯৩ মেট্রিক টন। ধান প্রতিকেজি ৩২ টাকা এবং প্রতিমন ১২৮০ টাকা, প্রতিকেজি আতপ চাল ৪৪ টাকা, প্রতিকেজি সিদ্ধ চাল ৪৫ টাকা দরে ক্রয় করা হবে বলে জানিয়েছেন।