সূচক ও লেনদেন উভয়ই কমেছে

Posted on May 13, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ২৮ কোটি ৩ লক্ষ ৪৮ হাজার ৯৯৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৬৮ কোটি ২ লক্ষ ৬৩ হাজার ৮৬১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২৯.৯৬ পয়েন্ট কমে ৫৬৬৬.৭৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.৬২ পয়েন্ট কমে ২০১৭.৯৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.৯৪ পয়েন্ট কমে ১২৪১.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ই-জেনারেশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুডস, বেস্ট হোল্ডিংস, গোল্ডেন সন, এডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং সিরামিক, স্যালভো কেমিক্যাল ও নাভানা ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: পূরবী জে. ইন্স্যুরেন্স, লিগাসী ফুটওয়্যার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আইসিবি, রিপাবলিক ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, গোল্ডেন হারভেস্ট, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড ও আইসিবি গোল্ডেন জুবিলী মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আরামিট লি., আরডি ফুড, তৌফিকা ফুড, ওআইম্যাক্স ইলেক্ট্রোড, সাইফ পাওয়ার, প্রাইম ব্যাংক, লিব্রা ইনফিউশন, লুব-রেফ, বেস্ট হোল্ডিংস ও হামী ইন্ডাস্ট্রিজ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭১১৬১৯৫৮৪৯৮০৫.০০।