অস্ট্রেলিয়ায় নিবন্ধিত হলো রেনাটার ওষুধ

Posted on May 13, 2024

পুঁজিবাজার ডেস্ক : অস্ট্রেলিয়ায় নিবন্ধিত হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির প্রথম ওষুধ নোভেলা-১। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রেনাটা লেভোনরজেস্ট্রেল ১.৫ মিলিগ্রাম এর প্রাথমিক চালান পাঠিয়েছে, যা তার নোভেলা-1 ব্র্যান্ড নামে পরিচিত, যা অস্ট্রেলিয়ায় রেনাটার প্রথম নিবন্ধিত পণ্য।

অস্ট্রেলিয়ায় নোভেলা-১-এর বিতরণ ও বাণিজ্যিকীকরণ করবে রেনাটার অংশীদার নোভা ফার্মাসিউটিক্যালস অস্ট্রালেসিয়া পিটি লিমিটেড।

রেনাটা ইতিমধ্যে জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে অনুমোদন পেয়েছে; এটি অস্ট্রেলিয়ার সরকারী কর্তৃপক্ষ যা ফার্মাসিউটিক্যালস বিভিন্ন পণ্যের মূল্যায়ন এবং নিরীক্ষণের জন্য দায়ী।

এটি অস্ট্রেলিয়ার বাজারে নভেলা-১ নামে বিক্রিত লেভোনরজেস্ট্রেল ১.৫ মিলিগ্রাম পণ্য সরবরাহের অনুমোদন দেয়। গর্ভনিরোধক পিলটি অস্ট্রেলিয়ায় নোভা ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে বিতরণ করা হবে।

২০০৩ সালে সিডনিতে প্রতিষ্ঠিত নোভা ফার্মাসিউটিক্যালস একটি ব্যক্তিগত মালিকানাধীন এবং উদ্ভাবনী কোম্পানি।

এর ওয়েবসাইট বলছে, গত ১৮ বছরে দেশটির ফার্মেসি এবং সুপারমার্কেটগুলোতে ওষুধজাত পণ্য সরবরাহে অন্যতম শীর্ষে রয়েছে তারা।