খুলনা পাওয়ারের দুই কেন্দ্রের উৎপাদন শুরু

Posted on May 13, 2024

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ২ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী দুই বছর নো ইলেকট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে কেন্দ্র দুটির উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় যশোরের নওয়াপাড়া কেপিসি ৪০ মেগাওয়াট প্লান্টের কাজ শুরু করে কোম্পানিটি। এর আগে, গত বৃহস্পতিবার (৯ মে) খুলনার কেপিসি ইউনিট-২-এর ১১৫ মেগাওয়াট প্লান্টের কাজ শুরু করা হয়।

বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত ২৪ মার্চ মধ্যরাতে কেন্দ্র দুটির উৎপাদন বন্ধ রাখা হয়।