সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

Posted on May 12, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯০টি কোম্পানির ২৬ কোটি ৭৩ লক্ষ ১৬ হাজার ৮০০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৮৫ কোটি ৮৮ লক্ষ ৭৫ হাজার ৯৫৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৫.৬৮ পয়েন্ট বেড়ে ৫৬৯৬.৭২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১১.৩৬ পয়েন্ট বেড়ে ২০২৬.৬০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৯০ পয়েন্ট বেড়ে ১২৫০.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেস্ট হোল্ডিংস, নাভানা ফার্মা, গোল্ডেন সন, ফার ইস্ট নিটিং, ই-জেনারেশন, মালেক স্পিনিং, ওআইমেক্স ইলেক্ট্রোড, তৌফিকা ফুডস ও কোহিনূর ক্যামিক্যাল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, আইসিবি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, লিগাসী ফুটওয়্যার, স্টাইল ক্র্যাফট ও সিলভা ফার্মা ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জিকিউ বলপেন, সিভিওপিআরএল, আরামিট লি., রহিমা ফুড, জুট স্পিনার্স, স্যালভো ক্যামিক্যাল, প্রাইম ব্যাংক, হামী ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও ফ্যামিলীটেক্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭১১০১৮১৩৪২৬২২.০০।