উৎপাদনে ফিরেছে খুলনা পাওয়ার

Posted on May 12, 2024

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড সরকারের অনুমোদন পেয়ে উৎপাদনে ফিরেছে। বৃহস্পতিবার (৯ মে) ৩টা ২০ মিনিটে পুনরায় কাজ শুরু করে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সরকার খুলনা পাওয়ারের দুটি পাওয়ার প্লান্টকে ২ বছর উৎপাদনের অনুমোদন দিয়েছে বলে কোম্পানিটিকে জানিয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)। দুটি পাওয়ার প্লান্টের মধ্যে রয়েছে- কেপেসি ১১৫ মেগাওয়াট ও কেপিসি ৪০ মেগাওয়াট।

কোম্পানিটি ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ পদ্ধতিতে এই উৎপাদনের অনুমোদন পেয়েছে। কোম্পানিটির উৎপাদন শুরুর পর থেকে ২ বছর গণনা করা হবে।