কর্পোরেট ডেস্ক: রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) চট্টগ্রামের ও.আর নিজাম রোডস্থ রূপালী ব্যাংক টাওয়ারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন যাতে করে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জিত হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ব্যাংকিং কার্যক্রম সফল হয়। এ সময় তিনি উপস্থিত গ্রাহকদের সাথে মত বিনিময় করেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির বিবেক, সঠিক তথ্য উপাত্ত গ্রাহকদের জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. আবুল হাসান। এ সময় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, উর্ধতন কর্মকর্তা ও ৫৮টি শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত https://corporatesangbad.com/83433/ |