আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

Posted on May 11, 2024

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন মারা গেছে। এদের অধিকাংশ নারী ও শিশু। প্রদেশের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হেদায়েতউল্লাহ হামদার্দ এ কথা জানিয়ে বলেছেন, বাঘলান প্রদেশের বাঘলান-ই-মারকাজি জেলার হাসপাতাল কর্তৃপক্ষ এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫০ বলে জানিয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।

কর্মকর্তা আরো বলেছেন, প্রবল বর্ষণের কারণে শুক্রবার আকস্মিক এই বন্যা দেখা দেয়। বাসিন্দারা এ বন্যার জন্যে প্রস্তুত ছিল না। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান চলছে বলেও তিনি জানান।

হামদর্দ বলেন, আবহাওয়া পরিস্থিতি এখনও ভালো না। আবারো বৃষ্টি হতে পারে। যারা বাড়িঘর হারিয়েছে তাদের তাঁবু, কম্বল ও খাবার সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, এপ্রিলের মাঝামাঝি থেকে আকস্মিক ও অন্যান্য বন্যায় আফগাস্তিানের ১০টি প্রদেশে প্রায় ১শ’ জন মারা গেছে। কৃষিজমি বন্যার পানিতে তলিয়ে গেছে যেখানে দেশটির ৮০ শতাংশ মানুষ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা আফগানিস্তানে সাধারণত শুষ্ক আবহাওয়া বিরাজ করে। ফলে বৃষ্টির পানি মাটিতে শুষে যাওয়া কঠিন হয়ে পড়ে।