অগ্রণী ব্যাংক পিএলসি’র খুলনা সার্কেলাধীন অঞ্চল, কর্পোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকগণের সঙ্গে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার খুলনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর। সভায় বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও মো. আবুল বাশার, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম। খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নূরুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান কার্যালয়ের প্ল্যানিং, কো-অর্ডিনেশন এন্ড মার্কেটিং ডিভিশনের উপমহাব্যস্থাপক খোন্দকার লুৎফুল কবীরসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, শাখা ব্যবস্থাপকগণ, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর ব্যাংকের শ্রেণীকৃত ঋণ হ্রাসকরণের পাশাপাশি আমানত বৃদ্ধি, নতুন ঋণ প্রদান, পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
খুলনায় অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক সভা https://corporatesangbad.com/83283/ |