আনক্লেমড ডিভিডেন্ড সম্পর্কে দাবি উথাপনের নোটিশ করেছে আরএকে সিরামিকস

Posted on May 11, 2024

পুঁজিবাজার ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি) এর ১৪ জানুয়ারি ২০২১ এর নির্দেশনা ও ক্যাপিটেল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড রুলস ২০২১ মোতাবেক বিগত ৩ বছরের আনক্লেমড/আনডিস্টিবিউটেড/আনস্যাটেলড ক্যাশ/স্টক ডিভিডেন্ড ক্যাপিটেল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডে হস্তান্তর করতে যাচ্ছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ১০ জুন ২০২৪ এর পূর্বে তাদের আনক্লেমড/আনডিস্টিবিউটেড /আনস্যাটেলড ক্যাশ/স্টক ডিভিডেন্ড সম্পর্কে দাবি উথাপনের জন্য ১০-০৬ -২০২৪এর পূর্বে কোম্পানির প্রধান কার্যালয়ে শেয়ার ‍ডিপার্টমেন্টে যোগাযোগ করার জন্য কোম্পানির পক্ষ থেকে অনুরোধ করছে।

কোম্পানির আনক্লেমড/আনডিস্টিবিউটেড/আনস্যাটেলড ক্যাশ/স্টক ডিভিডেন্ড সম্পর্কে বিস্তারিত কোম্পানি আরএকে সিরামিকসের এর ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া হয়েছে। উল্লেখ্য ১০-০৬-২০২৪ তারিখের মধ্যে কোনো দাবি পাওয়া না গেলে ২০২০ সালের আনক্লেমড/আনডিস্টিবিউটেড /আনস্যাটেলড ডিভিডেন্ড ক্যাপিটেল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডে হস্তান্তর করা হবে।