মৌলভীবাজারে প্রার্থীতা ফিরে পেলেন তাজ

Posted on May 9, 2024

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: বাতিল প্রার্থীতা ফিরে পেলেন মৌলভীবাজারের তাজুল ইসলাম তাজ।
মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৯ মে) সকালে বিচারপতি মো. ইকবাল কবির ও মো. আখতারুজ্জামানের যৌথ বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। একইসাথে দ্রুত প্রার্থীতা ফিরিয়ে দিয়ে নির্বাচন করার জন্য রুল জারি করা হয়েছে।

জানা যায়, গত ২৮ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ ড. উর্মি বিনতে সালাম। এরপর তাজুল ইসলাম তাজ মনোনয়নপত্র ফিরে পেতে উচ্চ আদালত হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট তাজের রিট আবেদন গ্ৰহণ করে বৃহস্পতিবার রুল জারি করেন। তাই এখন আর তাজুল ইসলাম তাজের নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা রইলো না। রিটের শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনের দেওয়া আদেশ স্থগিত করে তাদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পাশাপাশি রুল জারি করেছেন।

এবিষয়ে তাজুল ইসলাম তাজ বলেন, আমি আমার অধিকার ফিরে পেয়েছি। আমার সঙ্গে অন্যায় করা হয়েছিল। এখন ন্যায় বিচার ফিরে পেয়েছি। এখন জনগণ ২১ মে আমাকে ভোট দিয়ে তাদের রায় দিবেন।

এদিকে জানা গেছে, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে সংক্ষুব্ধ কর্তৃপক্ষ। আপিলে হাইকোর্টের আদেশ বহাল থাকলে তাজ নির্বাচন করতে পারবেন। হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং চেম্বার জজে স্থগিত হলে নির্বাচন করতে পারবেন না তাজ।

উল্লেখ্য: আগামী ২১ মে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে তাজের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রতিক বরাদ্দ না দিয়ে কামাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আজ হাইকোর্টে প্রার্থীতা ফিরে পেলেন তাজ এবং পাশাপাশি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।