দর পতনের শীর্ষে বিকন ফার্মা

Posted on May 9, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ২৫৮টির দর কমেছে । এদিন সবচেয়ে বেশি দর কমেছে বিকন ফার্মার।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৬০ পয়সা বা ২.৯৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচআর টেক্সটাইলের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ২.৯৮ শতাংশ।

আর ২ টাকা বা ২.৯৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে দুলামিয়া কটন।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইপিডিসির ২.৯৮ শতাংশ, আইসিবির ২.৯৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৯৮ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ২.৯৬ শতাংশ, সোনালী পেপারের ২.৯৬ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ২.৯৫ শতাংশ এবং সিভিও পেট্রোকেমিক্যালের ২.৯৪ শতাংশ দর কমেছে।