স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে বিরাট কোহলির কাছে জার্সি চেয়ে রেখেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরপুরে দ্বিতীয় টেস্ট শেষে নিজের ১৮ নাম্বার জার্সিতে শুভকামনা জানিয়ে অটোগ্রাফ দিয়ে মিরাজের হাতে তুলে দেন কোহলি।
উপহার পেয়ে মিরাজ যারপরনাই খুশি। জিততে জিততে হেরে বসা মিরপুর টেস্টে নায়ক বনে যেতে পারতেন বাংলাদেশের অলরাউন্ডার মিরাজ। দ্বিতীয় ইনিংসে ভারতের ধস নামিয়েও শেষ পর্যন্ত দেখেছেন ৩ উইকেট হার। মিরাজ পেয়েছেন ইনিংসে পাঁচ উইকেটের দেখা। জিতেছেন ‘চ্যানেল আই টাইগার অব দ্য ম্যাচ’।
ম্যাচ শেষে ভারতের সাবেক অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার কোহলির থেকে জার্সি নেওয়ার একটি ছবি পোস্ট করেছেন নিজের ওয়ালে। হাসিমুখের ছবিতে দেখা যাচ্ছে, কোহলি জার্সি তুলে দিচ্ছেন মিরাজের হাতে সেখানে ইংরেজিতে লেখা, ‘শুভকামনা মেহেদী।’
ক্রিকেটের বড় তারকার জার্সি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিরাজ লিখেছেন, ‘সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ এক স্মারক।’
মিরপুর টেস্টের চতুর্থ দিনের সকালে দ্রুত উইকেট তুলে নিয়ে বড় আশাই জাগিয়েছিল বাংলাদেশ। তবে মুমিনুল হকের হাতে অশ্বিনের ক্যাচ মিসের পর ম্যাচ হেলে যায় ভারতের দিকে। ৭৪ রানে ৭ উইকেট হারানো দল পরের ৭১ রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে। ৪২ রানে অপরাজিত থেকে অশ্বিন প্রথম সেশনেই এনে দেন ৩ উইকেটের রোমাঞ্চকর জয়।
টেস্ট ক্যারিয়ারে নবমবারের মতো ফাইফারের স্বাদ নেওয়া মিরাজ মিরপুরে ৬৩ রান খরচায় নেন ৫ উইকেট। আগের দিন ৩ উইকেট শিকার করার পর এদিন তিনি সাজঘরে পাঠান পান্ত ও প্যাটেলকে। তবে ১৪৫ রানের পুঁজি পেয়ে দারুণ ভাবে চেপে ধরলেও ম্যাচ ফসকে যায় বাংলাদেশের হাত থেকে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মিরাজকে জার্সি উপহার দিলেন কোহলি https://corporatesangbad.com/828/ |