সাতক্ষীরায় ২০ মেট্রিক টন অপরিপক্ক আম বিনষ্ট

Posted on May 7, 2024

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ২০ মেট্রিক টন অপরিপক্ক আম বিনষ্ট করা হয়েছে।সোমবার (৬ মে) রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের পারকুখরালি ও কাটিয়া এলাকা থেকে বৃষ্টি চলাকালিন সময়ে ২০ মে. টন অপরিপক্ক আম জব্দ করে তা বিনষ্ট করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা)(এনএসআই) এর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৯টা থেকে ১০ টার মধ্যে বৃষ্টি চলাকালীন সময়ে শহরের পারকুখরালি এলাকার আম ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের ছেলে ইউসুফ আলী ও কাটিয়া এলাকার মুজিবর রহমানের ছেলে আবু বক্কর ছিদ্দিকের গুদামে অভিযান চালানো হয়।

এ সময় ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে দুটি ট্রাক ভর্তি অপরিপক্ক ও কেমিক্যাল দিয়ে পাকানো ২০ মে.টন আম জব্দ করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতে ইউসুফ আলী ও আবু বক্কর ছিদ্দিককে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ট্রাক চালক আজিজুল ইসলামকে ২০০০ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া আম বহনে ব্যবহৃত ৮৩২টি প্লাস্টিক ক্যারেট প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এ ছাড়া আটককৃত ট্রাক দুটি সাতক্ষীরা সদর থানায় আটক রাখার নির্দেশ দেওয়া হয়। পরে ৮৩২ ক্যারেটের ২০ মে.টন আম বুলডোজার দিয়ে নষ্ট করা হয়।