সূচকের সাথে বেড়েছে লেনদেনও

Posted on May 6, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ৪১ কোটি ১১ লক্ষ ৮৩ হাজার ৯৮৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০৯৫ কোটি ৬৪ লক্ষ ৫৯ হাজার ৭১৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৪.৯৫ পয়েন্ট বেড়ে ৫৭২৭.০২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৩.৩৬ পয়েন্ট বেড়ে ২০৪৬.৮১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৫২ পয়েন্ট বেড়ে ১২৬১.৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫২টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুডস, ফার ইস্ট নিটিং, ফরচুন সুজ, গোল্ডেন সন, স্যালভো কেমিক্যাল, আইটিসি, ওরিয়ন ফার্মা ও মালেক স্পিনিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইস্কয়ার নিট, আইসিবি, আমান কটন, গ্লোবাল হেভী কেমিক্যাল, লুব-রেফ, ফু-ওয়াং সিরামিক, গোল্ডেন সন, ডরিন পাওয়ার, ফার ইস্ট নিটিং ও সাইফ পাওয়ার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- শ্যামপুর সুগার মিল, রহিমা ফুড, সাউথইস্ট ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, অ্যাপেক্স ট্যানারী, আরডি ফুড, আইসিবি ইসলামি ব্যাংক, হামী ইন্ডাস্ট্রিজ ও জেমিনী সী ফুড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭১৩১৫৪৪৮০৪৭৮৫.০০।