অগ্রণী ব্যাংকের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

Posted on May 5, 2024

কর্পোরেট ডেস্ক: অগ্রণী ব্যাংক পিএলসি.’র ইনোভেশন টিম এর আয়োজনে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় ইনোভেশন শোকেসিং কক্সবাজারের একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি.’র উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান এবং মোঃ আবুল বাশার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন। এছাড়াও সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি.'র মহাব্যবস্থাপক মো: আমিনুল হক।

অনুষ্ঠানে উপস্থাপিত চারটি উদ্ভাবনী ধারণার মধ্যে অনলাইন পেনশন ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রথম, অগ্রণী ঝটপট ক্যাশকে ২য় এবং পার্সোনেল লোন প্রস্তাব সহজীকরন ধারণাকে তৃতীয় শ্রেষ্ঠ ধারণা হিসেবে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানটি সমন্বয় করেন আইটি ডিভিশনের এসপিও জয়দেব চন্দ্র হালদার।