সূচকের সাথে বেড়েছে লেনদেনও

Posted on May 5, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০১টি কোম্পানির ২০ কোটি ৯৫ লক্ষ ৭৮ হাজার ৬৮৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮১৭ কোটি ৭৬ লক্ষ ৫৫ হাজার ৮২৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৭৬.৪২ পয়েন্ট বেড়ে ৫৬৯২.০৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৫.৫৯ পয়েন্ট বেড়ে ২০৩৩.৪৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৮.৫৬ পয়েন্ট বেড়ে ১২৫০.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫৯টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, তৌফিকা ফুডস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, আইটিসি, স্যালভো কেমিক্যাল, ওআইমেক্স ইলেক্ট্র্রোড ও বেস্ট হোল্ডিংস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ফারইস্ট নিটিং, ফার কেমিক্যাল, গ্লোবাল হেভী কেমিক্যাল, বিডি থাই, প্রাইম ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ওআইমেক্স ইলেক্ট্র্রোড, সাইফ পাওয়ার, এস আলম কোল্ড রোল ও তৌফিকা ফুডস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এডিএন টেলিকম, বিডি ল্যাম্পস, হামী ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ক্যাবলস, সিএপিএম আইবিবিএল মিঃ ফাঃ, এইচ আর টেক্সটাইল, সোনাগাঁ টেক্সটাইল, জুট স্পিনার্স, হাওয় ওয়েল টেক্সটাইল ও জেএমআই হসপিটাল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৯০৬০৫০৬৩৬৭০.০০।