ব্লক মার্কেটে আজকের লেনদেন

Posted on January 24, 2023

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (ডিএসই) ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে ৬৭ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৬১কোটি ৭৪ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী পেপার, ইসলামি ব্যাংক এবং গ্রামীনফোন। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটির ৪২ লাখ টাকার বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের প্রায় ৪০ শতাংশ।

জানা গেছে, আজ  কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৭৭ লাখ ৫১ হাজার টাকার। 

অন্যদিকে ইসলামি ব্যাংকয়ের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকার এবং গ্রামীনফোনের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৩ লাখ ৪৫ হাজার টাকার।

তাছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল বীচের ৩ কোটি ৮৮ লাখ ১০ হাজার, ফরচুনের ৩ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার, বিডিকমের ৩ কোটি ৫৫ লাখ ৭০ হাজার, সালভো ক্যামিকেলের ২ কোটি ২৩ লাখ ১৭ হাজার, বিকন ফার্মার ২ কোটি ৭ লাখ ৪৮ হাজার, ইন্ট্রাকোর ১ কোটি ৮৭ লাখ, ইন্ট্রাকোর ১ কোটি ১৫ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।