সূচকের উত্থানে কমেছে লেনদেন

Posted on May 2, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১৯ কোটি ৮৫ লক্ষ ২৪ হাজার ৩০২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭১০ কোটি ৬২ লক্ষ ৫৯ হাজার ৮১০টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩১.০০ পয়েন্ট বেড়ে ৫৬১৫.৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১২.৫৫ পয়েন্ট বেড়ে ২০০৭.৮৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৯২ পয়েন্ট বেড়ে ১২৩২.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং, তৌফিকা ফুডস, আইটিসি, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, ওয়াই ম্যাক্স, শাইনপুকুর সিরামিকস ও বেস্ট হোল্ডিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সিনোবাংলা ইন্ডাঃ, এপেক্স ট্যানারী, ফার কেমিক্যাল, জিপিএইচ ইস্পাত, মিরাকেল ইন্ডাঃ, ন্যাশনাল পলিমার, ফার ইস্ট নিটিং, গোল্ডেন জুবিলি মি. ফা., ন্যাশনাল লাইফ ইন্সুঃ ও সিলভা ফার্মা।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রূপালি ব্যাংক, এসবিএসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এডিএন টেলিকম, ইস্টার্ন কেবলস, ফার্মা এইড, ডরিন পাওয়ার, বিডি কম, হাওয়া অয়েল ও তসরিফা ইন্ডাঃ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৫৭৯১০৬২৫৯২১.০০।