শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

Posted on May 2, 2024

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এবার মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। ১ লা মে বুধবার সকালে দিবসটি সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন উপজেলা ট্রাক শ্রমিক অফিস থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে র‍্যালি শেষ হয়।

উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, তদন্ত ওসি আসলাম হোসেন, এস শারফুল, সহ সভাপতি জাহিদুল ইসলাম, শাহ আলম, আনিস আকন্দ, জেলহক হোসেন, টেক্কা প্রামাণিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

১লা মে মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন।

অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার।'