সূচকের সাথে বেড়েছে লেনদেন

Posted on April 30, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমানে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ২১ কোটি ৪৩ লক্ষ ৬২ হাজার ৩৫০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৩৫ কোটি ৭২ লক্ষ ৪৫ হাজার ৫৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৪.৯৬ পয়েন্ট বেড়ে ৫৫৮৪.৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৩১ পয়েন্ট বেড়ে ১৯৯৫.৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৭২ পয়েন্ট বেড়ে ১২২৭.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আইটিসি, তৌফিকা ফুডস, গোল্ডেন সন, কোহিনূর কেমিক্যাল ও বেস্ট হোল্ডিংস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: অ্যাপেক্স ট্যানারী, ম্যাকসন্স স্পিনিং, ন্যাশনাল টিউবস, কনফিডেন্স সিমেন্ট, বিবিএস, ওরিয়ন ফার্মা, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট নিটিং, মীর আকতার হোসেন ও সোনারগাঁ টেক্সটাইল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রিমিয়ার ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, আইএফআইসি, কর্ণফূলী ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ম্যারিকো বাংলাদেশ, রূপালী ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম ও ইস্কয়ার নিট।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৩৫১১১২৪০৮১৭.০০।