কর্পোরেট সংবাদ ডেস্ক: জাতীয় সংসদের পাঁচজন সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী। গতকাল রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
পাঁচ সিনেট সদস্য হলেন- সংসদ সদস্য নূরুল ইসলাম নাহিদ, ইকবালুর রহিম, মেহের আফরোজ চুমকি, মাহমুদ হাসান রিপন ও বেনজীর আহমেদ।
সংসদের উপ সচিব মোহাম্মদ মাহবুব জামিলের সই করা চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩ এর আর্টিকেল ২০ (১) ই ধারা অনুযায়ী স্পিকার এই সংসদ সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন ৫ এমপি https://corporatesangbad.com/81293/ |