ওরিয়ন ইনফিউশনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

Posted on April 29, 2024

রাব্বি : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৮ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ১ টাকা ৪৫ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ১ টাকা ৪১ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৯২ পয়সা।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২৮৪.২০ টাকা থেকে ৭২৬.৯০ টাকায়। গতকাল সমাপনী শেয়ার দর ছিল ৬১৪.৩০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ৬১২.০০ টাকা ,আজকের দিনে দর উঠানামা করেছে ৬০৬.০০ টাকা থেকে ৬৫০.০০ টাকার এবং শেষ সমাপনী দর ছিল ৬৪৫.৩০ টাকা। ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড বর্তমানে এ কেটাগরিতে অবস্থান করছে।