‘জাল নোট সনাক্তকরণ ও প্রচলন প্রতিরোধে’ আইএফআইসি ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

Posted on April 29, 2024

কর্পোরেট ডেস্ক: শাখা-উপশাখায় দেশের বৃহত্তম আইএফআইসি ব্যাংক পিএলসি-এর উদ্যোগে দিনব্যাপী জাল নোট সনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এপ্রিল (শনিবার) ঢাকার পল্টনস্থ আইএফআইসি টাওয়ার এর মাল্টিপারপাস হলে ও চট্টগ্রামের আগ্রাবাদের একটি স্থানীয় মিলনায়তনে পৃথক ভাবে কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ) এর পরিচালক মোঃ সাব্বিরুল আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক তামজিদ হোসেন। হাইব্রিড মডেলে পরিচালিত উক্ত কর্মশালা দুটিতে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত ব্যাংকের বিভিন্ন শাখা-উপশাখার চার শতাধিক কর্মী অংশ গ্রহণ করেন।