মেঘনা কনডেন্সড মিল্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ

Posted on April 29, 2024

রাব্বি : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪২ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির টাকা ১ পয়সা ৩৭ লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ১ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৭৩ টাকা ৫৯ পয়সা।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২১.৪০ টাকা থেকে ৪০.৩০ টাকায়। গতকাল সমাপনী শেয়ার দর ছিল ২৪.৩০ টাকা, ওপেনিং দর ছিল ২৪.৩০ টাকা, আজকের দিনে দর উঠানামা করেছে ২৪.০০ টাকা থেকে ২৪.৬০ টাকা এবং শেষ সমাপনী দর ছিল ২৪.০০ টাকা। ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ বর্তমানে জেট ক্যাটাগরিতে অবস্থা করেছে।