কর্পোরেট ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন করেছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেড। ২৩ জানুয়ারি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বাংলাদেশ’ সম্মেলন ও রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের হাতে রেমিট্যান্স অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’র চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন ওয়ারদিং কাউন্সিলের মেয়র হেনা চৌধুরী, লন্ডন বাকিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র ফারুক চৌধুরী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক নৌবাহিনীর প্রধান আওরঙ্গজেব চৌধুরী, সাবেক বিমানবাহিনী প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত, সাবেক বিচারপতি আবু তারিক, প্রধানমন্ত্রীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার মো. মইনুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ চৌধুরী ও নাসিম ফেরদৌস প্রমুখ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল অগ্রণী ব্যাংক https://corporatesangbad.com/8104/ |