স্পোর্টস ডেস্ক : ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। রোববার (২৮ এপ্রিল) দুবাই হয়ে বিকেল ৫টায় অতিথিরা ঢাকায় পৌঁছান। পরবর্তীতে সন্ধ্যার ফ্লাইটে তারা চলে যাবে চট্টগ্রামে। সেখানে আগামী কয়েকদিন অনুশীলন শেষে মূল লড়াইয়ে নামবে সফরকারীরা।
চট্টগ্রামে আগামী ৩, ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম তিন ম্যাচ। এরপর ১০ ও ১২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। ১৭ দিনের সফর শেষে আগামী ১৩ মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল। প্রায় চার বছর পর বাংলাদেশ এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
এর আগে, ২০২০ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসে জিম্বাবুয়ে। তবে, এবার কেবল টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এসেছে সিকান্দার রাজার দল। টি-টোয়েন্টি সিরিজ হলেও শক্তিশালী দল নিয়েই বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। এই সিরিজ খেলার জন্য আইপিএলে মঞ্চ ছেড়েছেন অধিনায়ক রাজা।
এছাড়াও আছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির মতো ক্রিকেটার। ফিরেছেন তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরাম। সিরিজের দলে থাকা বাকি খেলোয়াড়রা গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজের দলেও ছিলেন।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্র্যানান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গুম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদানদে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এনডলভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল https://corporatesangbad.com/80930/ |