ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

Posted on April 28, 2024

রাব্বি : গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রোববার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ০৩ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ১২ পয়সায়।

আগামী ২৪ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুন।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক একচেঞ্জে ২০২২ সালে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৫০ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৬ লাখ ৫২ হাজার ৭৬৬ টাকা।

৩১-১২-২০২২ সমাপ্ত বছরের সর্বশেষ তথ্য মোতাবেক কোম্পানির রির্জাভে রয়েছে ৩৫ কোটি ৪৮ লাখ টাকা। কোম্পানির স্বল্প মেয়াদী লোন , দীর্ঘ মেয়াদী লোন ও ক্রেডিট-রেটিং-এর কোন তথ্য ডিএসইতে দেওয়া নেই।

তথ্য অনুযায়ী, উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৪৪.৫ শতাংশ শেয়ার, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪.০০ শতাংশ শেয়ার এবং বাকি ৫১.৯৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২৫.০০ টাকা থেকে ৪৫.৮০ টাকায়। ২৫-৪-২০২৪ এ সমাপনী শেয়ার দর ছিল ২৫.৭০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ২৬.৯০টাকা ,আজকের দিনে দর উঠানামা করেছে ২৫.০০ টাকা থেকে২৬.৯০ টাকার এবং শেষ সমাপনী দর ছিল ২৫.৯০ টাকা। ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থা করেছে।