সাতক্ষীরায় এনজিও'র শতকোটি টাকা ফিরে পেতে গ্রাহকদের মানববন্ধন

Posted on January 24, 2023

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : বরসা এনজিও কর্তৃক অধিক লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে এবং টাকা ফিরে পেতে মানববন্ধন করেছে গ্রাহকরা।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে কালিগঞ্জে ধলবাড়িয়া ইউনিয়নের রতনপুর শাখা কার্যালয়ের সামনে প্রায় এক কিলোমিটার রাস্তার উপরে নারী ও পুরুষসহ মানববন্ধনে প্রায় সাড়ে ৩ হাজার ভুক্তভোগী গ্রাহক অংশ নেয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জি। মানববন্ধনে বক্তারা বলেন, অধিক লাভের প্রলোভন দেখিয়ে প্রায় শতকোটি টাকা আত্মসাত করেছে বরসা এনজিও। বার বার তারিখ পরিবর্তন করেও গ্রাহকদের টাকা না দিয়ে তাল বাহানা করে যাচ্ছেন। ইতোমধ্যে কর্মকর্তা কর্মচারীরা বিদেশে পালিয়ে যাওয়ার পায়তারা চালাচ্ছেন