গলাচিপায় রহমতের বৃষ্টি পেতে ইসতিসকার নামাজ আদায়

Posted on April 28, 2024

মোঃ হাফিজ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : বৈশাখের শুরুতেই তীব্র তাপদাহ, ঝাঁঝালো রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ পটুয়াখালীর গলাচিপার খেটে খাওয়া মানুষ। প্রখর রোদ আর অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ২ নং ওয়ার্ড শ্যামলীবাগ জৈনপুরী খানকার ঈদগাহের মাঠে ইসতিসকার নামাজ ও দোয়া করেন মুসল্লিরা। ইমাম সাহেব নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন, কাজী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ হুমায়ন কবির । নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ শহরের আশপাশের শতশত মুসল্লিরা অংশগ্রহণ করেন।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ সহ পশু পাখি। কৃষকরা এখন চাষাবাদ করতে পারছেন না। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়েছে।