সোনালী আঁশের এজিএমের তারিখ ঘোষণা

Posted on April 28, 2024

রাব্বি : পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় ২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষিত বোনাস লভ্যাংশ অনুমোদন করা হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির এজিএম আগামী ২১ জুন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুন।

এর আগে কোম্পানিটির ৪২তম এজিএম স্থগিত করা হয়। পরে ৬০ দিনের মধ্যে এজিএম সম্পন্ন করার অনুমতি দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কোম্পানিটি এখন বোনাস ডিভিডেন্ডের রেকর্ড ডেট ও এজিএমের তারিখ নির্ধারণ করে।

৩০ জুন,২০২৩ অর্থবছরের জন্য সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। যা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত হয়েছে।এখন কোম্পানি বোনাস শেয়ারের মালিকানা নির্ধারণে জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে, যা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মৃতি গ্রহণ করা হবে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৪১৩.০০ টাকা থেকে ৭৬৪.৬০ টাকা। ২৫-৪-২০২৪ এ সমাপরী দর ছিল ৬২৫.৪০ টাকা , ওপেনিং দর ছিল ৬৩৮.০০ টাকা, ঐ দিনে দর উঠানামা হয়েছে ৬০৬.৯০ টাকা থেকে ৬৪১.৯০ টাকার মধ্যে । ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।