সিমটেক্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

Posted on April 28, 2024

রাব্বি : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা যায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৮ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে, তিন প্রান্তিক (জুলাই’২৩-মার্চ’২৪) মিলিয়ে কোম্পানিটির ৭৬ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৬৩ পয়সা আয় হয়েছিল। আলোচিত সময়ের কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৩ টাকা ২৪ পয়সা, যা আগের বছর ৪ টাকা ১০ পয়সা ছিল।

গত ৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৩০ পয়সা।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ১৪.৭০ টাকা থেকে ২৭.৯০ টাকা। ২৫-৪-২০২৪ এ সমাপনী দর ছিল ২০.৪০ টাকা , ওপেনিং দর ছিল ২০.৪০ টাকা এবং ঐ দিনে দর উঠানামা হয়েছে ২০.৪০ টাকা থেকে ২১.৬০ টাকার মধ্যে । ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।