ইন্টারনেটের গতি: স্বাভাবিক হতে সময় লাগবে ১ মাস

Posted on April 27, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক : গত শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২ টায় বিএসসিপিএলসি এর আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি (SMW-5) সিঙ্গাপুর হতে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে দেশে ইন্টারনেটের গতি হয়ে যায় ধীর।

শনিবার (২৭ এপ্রিল) বিএসসিপিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসএমডব্লিউ-৫ কনসোর্টিয়াম ইন্দোনেশিয়ায় সমুদ্রের তলদেশে ক্যাবল মেরামতের জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। কনসোর্টিয়ামের সর্বশেষ তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আগামী মে মাসের শেষ সপ্তাহে ক্যাবলটির রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হবে।

উল্লেখ্য যে, SMW-5 এর মাধ্যমে বিচ্ছিন্নকৃত প্রায় ১৬০০ জিবিপিএস ব্যান্ডউইড্থ SMW-4 ক্যাবলে স্থানান্তর করার জন্য বিএসসিপিএলসি হতে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং গ্রাহকগণ বিএসসিপিএলসির মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় চাহিদা মোতাবেক তাদের সার্কিটসমূহের সংযোগ চালু করার প্রক্রিয়া গ্রহণ করেছে।

সম্মানিত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।