জীবননগরে তীব্র তাপদাহে পথচারীদের মাঝে লেবুর শরবত বিতরণ

Posted on April 27, 2024

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে চলছে তীব্র তাপদাহ। প্রতিদিন সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে ও তাপদাহে অতিষ্ঠ জেলার খেটে খাওয়া মানুষ গুলো। পথচারীদের ক্লান্তি দূর করতে লেবুর ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর থেকে জীবননগর বাসস্ট্যান্ড ও হাসপাতাল রোডসহ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানরত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে এই লেবুর ঠান্ডা শরবত বিতরণ করা হয়।

এসময় ভ্যান চালক শামসুল ইসলাম জানায়, তীব্র গরমের মধ্যেও পেটের তাগিদে ভোরে বাড়ি থেকে বের হয়েছি। তীব্র তাপদাহের মধ্যে চলতি পথে লেবুর ঠান্ডা শরবত পান করে এখন অনেকটা স্বস্তি বোধ করছি।

পথচারী আতিয়ার রহমান জানায়, তীব্র রোদের মধ্যে চলাফেরা করতে খুব তৃষ্ণা অনুভব করছিলাম। এখন এই লেবুর ঠান্ডা শরবত পান করে খুব ভালো লাগছে।

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, কয়েকদিন ধরে জীবননগরে বাড়ছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বের হলে প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাই তাদের কথা ভেবেই শরীর শীতল রাখার জন্য চিনি ও লেবুর রস মিশ্রিত ঠান্ডা পানিতে শরবত করার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন:

টানা দু’দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়