জেএমআই সিরিঞ্জের আয় বেড়েছে

Posted on April 25, 2024

রাব্বি : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সুত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১১ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫০ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ০৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৫ টাকা ৮৭ পয়সা।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১২৩.৫০ টাকা থেকে ২৫৫.৫০ টাকায়। গতকাল সমাপনী শেয়ার দর ছিল ১২৭.০০ টাকা, ওপেনিং দর ছিল ১৩৫.০০ টাকা, আজকের দিনে দর উঠানামা করেছে ১২৩.৫০ টাকা থেকে ১৩৫.০০ টাকার মধ্যে এবং সমাপনী দর ছিল ১২৬.৬০ টাকা। ২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থা করেছে।