দরপতনের শীর্ষে বাটা সু

Posted on April 25, 2024

রাব্বি : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০০টি শেয়ারের দর পতন হয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৭০.০০ শতাংশ শেয়ার, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯.৫৪ শতাংশ শেয়ার,বিদেশিদের হাতে রয়েছে ১ টাকা ৩৪ পয়সা এবং বাকি ৯.১১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৯২৬.৪০ টাকা থেকে ১,০৩৫.০০ টাকায়। গতকাল সমাপনী শেয়ার দর ছিল ৯৭৭.৯০ টাকা, ওপেনিং দর ছিল ৯৬০ ০০ টাকা, আজকের দিনে দর উঠানামা করেছে ৯৩০.০০ টাকা থেকে ৯৬৯.৯০ টাকার মধ্যে এবং সমাপনী দর ছিল ৯৪১.০০ টাকা। ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত বাটা সু বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থা করেছে।