ইনটেকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

Posted on April 25, 2024

রাব্বি : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৮ পয়সা।

তথ্য মতে, বছরের ৯ মাসে (জুলাই,২৩-মার্চ,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫৪ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ০৭ পয়সা।

৩০-৬-২০২৩ সমাপ্ত বছরের সর্বশেষ তথ্য মোতাবেক কোম্পানির রির্জাভে রয়েছে ৩১ কোটি ৯৯ লাখ টাকা। কোম্পানির স্বল্প মেয়াদী লোন ছিল ৬৬ লাখ ১০ হাজার টাকা ও দীর্ঘ মেয়াদী লোন ছিল ৯ কোটি ৪ লাখ ২০ হাজার টাকা। ডিএসইতে কোম্পানির ক্রেডিট রেটিং-এর কোন তথ্য দেওয়া নেই।

তথ্য অনুযায়ী, উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ২৯.৯৯ শতাংশ শেয়ার, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৯.৩৪ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ০.২ শতাংশ শেয়ার এবং বাকি ৬০.৬৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২২.২০ টাকা থেকে ৪৪.৮০ টাকায়। গতকাল সমাপনী শেয়ার দর ছিল ২৪.০০ টাকা, ওপেনিং দর ছিল ২৩.৩০ টাকা, আজকে দর উঠানামা করেছে ২৩.৩০ টাকা থেকে ২৪.০০ টাকার মধ্যে এবং সমাপনী দর ছিল ২৩.৮০ টাকা। ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড বর্তমানে জেট ক্যাটাগরিতে অবস্থা করেছে।