লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

Posted on April 25, 2024

রাব্বি : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ওরিয়ন ইনফিউশনের ৩১ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২৮৪.২০ টাকা থেকে ৭২৬.৯০ টাকায়। গতকাল সমাপনী শেয়ার দর ছিল ৫৯৬.৭০ টাকা, ওপেনিং দর ছিল ৬০২.০০ টাকা, আজকে দর উঠানামা করেছে ৫৭৮.৮০ টাকা থেকে ৬২০.০০ টাকার মধ্যে এবং সমাপনী দর ছিল ৬১১.৭০ টাকা। ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থা করেছে।