শাহজাদপুরে ২ স্থানে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ অনুষ্ঠিত

Posted on April 25, 2024

সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ ধর্মপ্রাণ মুসল্লিগণ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি যমুনার চরে ও পোতাজিয়া ইউনিয়নের নুকালি হাইস্কুল মাঠে বৃহস্পতিবার সকালে সালাতুল ইসতিস্কার নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে ধর্মপ্রাণ মুসুল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বৃষ্টির জন্য দোয়া করেন।

কৈজুরি যমুনার চরে অনুষ্ঠিত সালাতুল ইসতিস্কার নামাজের ইমামতি করেন কৈজুরি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম আলহাজ্ব মওলানা মো: জয়নুল আবেদীন ও নুকালি মাঠে এ নামাজের ইমামতি করেন বাঘাবাড়ি নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী।'

এ বিষয়ে কৈজুরি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম আলহাজ্ব মওলানা মো: জয়নুল আবেদীন বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের এলাকায় খরায় জমির ফসল পুড়ে যাচ্ছে। এছাড়া প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ্য হয়ে উঠেছে। তাই অল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করে এই সালাতুল ইসতিস্কার নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অপরদিকে নুকালি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সালাতুল ইসতিস্কার নামাজ শেষে বাঘাবাড়ি নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী জানান, আমাদের এলাকা সহ সারা দেশে প্রচন্ড তাপদাহের কারণে মানুষ ও পশুপাখি অতিষ্ঠ্য হয়ে উঠেছে। বৃষ্টির অভাবে ফসল উৎপাদন ব্যহত হচ্ছে। ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকুপ ও সেচ যন্ত্র দিয়ে পানি উঠছে না। ফলে ইরি-বোরো সহ সকল আবাদ ব্যহত হচ্ছে। তাই এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ আদায় করা হয়।'