ফার্মা এইডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

Posted on April 24, 2024

রাব্বি : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেড গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ৪৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ২১ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ টাকা ৩৭ পয়সা। গতবছর একই সময়ে ০৫ পয়সা আয় হয়েছিল।

তথ্য অনুসারে, গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০৮ টাকা ৬৪ পয়সা।

তথ্য মতে, সেপ্টেম্বর ২০২৩ এ প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৮ পয়সা। ডিসেম্বর ২০২৩ এ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৭ টাকা ২১ পয়সা এবং প্রথম ৬ মাসে ইপিএস হয়েছে ১০ টাকা ৯ পয়সা।

২০২৩ সালে ইপিএস হয়েছে মাইনাস ২ টাকা ৫ পয়সা, ২০২২ সালে ১১ টাকা ১৪ পয়সা, ২০২১ সালে ১৬ টাকা ১১ পয়সা, ২০২০ সালে ১৬ টাকা ৮২ পয়সা ও ২০১৯ সালে ছিল ১৫ টাকা ৪৮ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী, কোম্পানির গত ৫ বছরে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৯১ টাকা ২৮ পয়সা, ২০২২ সালে ৯৮ টাকা ৮৩ পয়সা, ২০২১ সালে ৯৩ টাকা ২৬ পয়সা, ২০২০ সালে ৮২ টাকা ৫৫ পয়সা ও ২০১৯ সালে ছিল ৭১ টাকা ৮ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ৫০ শতাংশ নগদ, ২০২১ সালে ৫০ শতাংশ স্টক, ২০২০ সালে ৫০ শতাংশ নগদ ও ২০১৯ সালে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ৫ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক একচেঞ্জে ১৯৮৭ সালে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৩ কোটি ১২ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩১ লাখ ২০ হাজার টাকা।

৩০-৬-২০২৩ সমাপ্ত বছরের সর্বশেষ তথ্য মোতাবেক কোম্পানির রির্জাভে রয়েছে ২৫ কোটি ৩৬ লাখ টাকা। কোম্পানির স্বল্প মেয়াদী লোন ছিল ১ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা। ডিএসইতে কোম্পানির দীর্ঘ মেয়াদী লোন ও ক্রেডিট রেটিং-এর কোন তথ্য দেওয়া নেই।

তথ্য অনুযায়ী, উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ২৩.৫৮ শতাংশ শেয়ার, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৪.৫১ শতাংশ শেয়ার এবং বাকি ৬১.৯১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৫৭৯.০০ টাকা থেকে ৭৯০.৭০ টাকায়। গতকাল সমাপনী শেয়ার দর ছিল ৬৯৯.৬০ টাকা, ওপেনিং দর ছিল ৭০৫.৭০ টাকা, আজকের দিনে দর উঠানামা করেছে ৬৯১.২০ টাকা থেকে ৭১৪.৭০ টাকার মধ্যে এবং সমাপনী দর ছিল ৭০১.২০ টাকা। ১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ফার্মা এইডস লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থা করেছে।