দর বৃদ্ধির শীর্ষে এডিএন টেলিকম

Posted on April 24, 2024

রাব্বি : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে , বুধবার (২৪ এপ্রিল) ডিএসইতে এডিএন টেলিকমের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ টাকা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৯১.০০ টাকা থেকে ১৫২.৭০ টাকায়। গতকাল সমাপনী শেয়ার দর ছিল ১০০.৯০ টাকা, ওপেনিং দর ছিল ১০৪.৭০ টাকা ,আজকের দিনে দর উঠানামা করেছে ১০০.০০ টাকা থেকে ১১০.৯০ টাকার মধ্যে । ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত এডিএন টেলিকম লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থা করেছে।