চুয়াডাঙ্গায় ৩শ’ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেফতার

Posted on April 24, 2024

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আব্দুর রশিদ (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পাটাচোরা মাঠ নামক স্থান থেকে ৩শ’ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রশিদ দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের মাঝেরপাড়ার আব্দুর সাত্তারের ছেলে এবং এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি।

অভিযান সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন ও সঙ্গীয় ফোর্স দামুড়হুদা উপজেলার নাপিতখালি সড়কের পাটাচোরা মাঠে অভিযান চালায়। এ সময় ব্যাটারি চালিত চলন্ত একটি ইজিবাইকের গতিরোধ করে আব্দুর রশিদকে গ্রেফতার করে। গ্রেফতার আব্দুর রশিদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৩শ’ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, আব্দুর রশিদ একজন চিহ্নিত মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে আমরা ছদ্ববেশে ক্রেতা সেজে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিলাম। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে ৩শ’ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আব্দুর রশিদসহ আরও বেশ কিছু ব্যাক্তি মাদক কারবারির সাথে জড়িত আছে। তাদের সবাইকে গ্রেফতারের জন্য আমার চেষ্টা চালিয়ে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ গ্রেফতার আব্দুর রশিদকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।